Logo

সারাদেশ

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:৫৮

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার প্রতিবাদে বুধবার (১৬ জুলাই) বিকালে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছেন দলের নেতাকর্মীরা।

বিকাল সাড়ে ৪টার দিকে নবীনগর ত্রিমোড় ও জাতীয় স্মৃতিসৌধের সামনে সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা। এনসিপির ঢাকা জেলা উত্তর ইউনিটের নেতৃত্বে এই অবরোধ শুরু হয়।

এছাড়া ধামরাই থানা স্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাসস্ট্যান্ড এলাকাতেও সড়কে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। এতে উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জিরানী এলাকার অবরোধের নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল।

একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

শেষ খবর অনুযায়ী, বিকাল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় নির্দেশনার পর আন্দোলনকারীরা মূল সড়ক থেকে সরে এসে সড়কের পাশে অবস্থান নেন।

এ বিষয়ে আসাদুল ইসলাম মুকুল বলেন, ‘আমরা কেন্দ্রের নির্দেশে সড়ক ছেড়ে দিয়েছি। এখন সড়কের পাশে অবস্থান কর্মসূচি চলছে। পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি।’

/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর