Logo

সারাদেশ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঝিনাইদহে অর্ধঘণ্টার ব্লকেড

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:০৪

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঝিনাইদহে অর্ধঘণ্টার ব্লকেড

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে হামলার প্রতিবাদে ঝিনাইদহ বাসটার্মিনাল মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত অর্ধঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

ব্লকেড চলাকালে উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান, নারী নেত্রী রত্না খাতুনসহ অন্যান্য শিক্ষার্থীরা।

নেতারা বক্তব্যে বলেন, ‘এনসিপির ঘোষিত কর্মসূচিতে গোপালগঞ্জে যেভাবে ছাত্রলীগ ও আওয়ামী লীগ হামলা চালিয়েছে, তা ন্যাক্কারজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনুন।’

তারা আরও বলেন, ‘এ হামলা শুধু এনসিপির ওপর নয়, গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর