গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নোয়াখালীতে ব্লকেড এনসিপির

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:১৫

ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহর মাইজদীর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মাইজদী-চৌমুহনী প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে আসে এবং প্রায় ১০ মিনিট ব্লকেড কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল করে তোলে সড়ক। এ সময় তারা দাবি জানায়, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলাকারী ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
ব্লকেড কর্মসূচিতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল, সদস্য তুহিন ইমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদুল ইসলাম, সিনিয়র মুখ্য সংগঠক নাহিদা সুলতানা ইতুসহ স্থানীয় নেতাকর্মীরা।
এমবি