Logo

সারাদেশ

পদযাত্রায় হামলার প্রতিবাদে ফরিদপুরে এনসিপির বিক্ষোভ

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:৫৫

পদযাত্রায় হামলার প্রতিবাদে ফরিদপুরে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে ফরিদপুরে এনসিপির বিক্ষোভ। ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ পদযাত্রায় হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দলটির নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে এনসিপির ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শহরের জনতা ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে পথসভায় পরিণত হয়।

জেলা কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ১নং যুগ্ম সমন্বয়কারী এস এম জাহিদ হোসেন, যুগ্ম সমন্বয়কারী সাইফ খান, জিল্লুর রহমান, বায়েজিদ হোসেন শাহেদ, মো. কামাল হোসেন, শ্রমিক উইং ফরিদপুর জেলা সমন্বয়কারী জুনায়েদ জিতু, সদস্য এস এম আকাশ ও বাচ্চু শেখ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা। এ হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

অপূর্ব অসীম/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর