গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির সড়ক অবরোধ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:০৮

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির সড়ক অবরোধ। ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে পাঁচুর মোড় এলাকায় রাস্তার ওপর টায়ারে আগুন জ্বালিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ হামলায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন এনসিপির নেতাকর্মীরা।
বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা এনসিপির সমন্বয়ক ফিরোজ আলমগীর। উপস্থিত ছিলেন সমন্বয়ক বোরহান উদ্দিন, কবির হোসেন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি আমির হামজা প্রমুখ।
মাহফুজ রহমান/এমবি