-6877b3bc84952.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর থেকে তারা সড়কের দুই পাশে বাঁশ, ইট ফেলে যান চলাচল বন্ধ করে বিক্ষোভে অংশ নেন। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিরোধী নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।
সন্ধ্যা ৬টার দিকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন নেতারা।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আমাদের কেন্দ্রীয় নেতাদের ওপর বর্বর হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাই। অন্তর্বর্তী সরকারের নীরবতা আমাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।’
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছি বিপ্লবীদের নিরাপত্তার স্বার্থে। নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নয়।’
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এআরএস