Logo

সারাদেশ

খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতারা, রাতেই সংবাদ সম্মেলন

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:১৪

খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতারা, রাতেই সংবাদ সম্মেলন

খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতারা, রাতেই সংবাদ সম্মেলন। ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বর্তমানে খুলনায় অবস্থান করছেন। বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করবেন তারা।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ থেকে গাড়িবহর নিয়ে খুলনায় প্রবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে কেন্দ্রীয় সদস্যসচিব আকতার হোসেন ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা খুলনা সার্কিট হাউজে অবস্থান করছেন।

অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা খুলনার একটি হোটেলে রয়েছেন।

দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিকুর সালেহীন জানান, রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। নেতারা রাতে খুলনায় অবস্থান করবেন কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তরিকুল ইসলাম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর