Logo

সারাদেশ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাদারীপুরে এনসিপির বিক্ষোভ

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:২৪

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাদারীপুরে এনসিপির বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের লেকেরপাড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জানা গেছে, এনসিপির দেশব্যাপী পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হন কেন্দ্রীয় নেতারা। পথে গোপালগঞ্জে ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের’ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

ঘটনার পর মাদারীপুরে কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হলেও এনসিপির কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শফিক স্বপন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর