সাবেক মন্ত্রী গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:৩০

সাবেক মন্ত্রী গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক। ছবি : সংগৃহীত
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের ৪,৮৮০ শতাংশ সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৬ জুলাই) সিআইডির মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংস্থাটি জানিয়েছে, জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে এসব সম্পদের মালিক হন গোলাম দস্তগীর। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৫ হাজার শতাংশ জমি, গাজী টায়ারের কারখানা ও আরও কিছু বাণিজ্যিক স্থাপনা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্রোক করা এসব সম্পদ তিনি ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেন।
সিআইডি জানিয়েছে, গোলাম দস্তগীর গাজী তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে।
ইমতিয়াজ আহমেদ/এমবি