Logo

সারাদেশ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শেরপুরে সড়ক অবরোধ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:৪৯

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শেরপুরে সড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে শহরের অষ্টমীতলায় আন্তঃজেলা বাসটার্মিনালের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে অবস্থান নেন তারা। এতে ঢাকা ও উত্তরবঙ্গগামী সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলা সদস্য মামুনুর রহমান বলেন, ‘গোপালগঞ্জে জুলাই বিপ্লবীদের কর্মসূচিকে ঘিরে সরকার ফের ফ্যাসিবাদী কৌশল নিয়েছে। এসব হামলা আমাদের দমন করতে পারবে না।’

এ সময় আন্দোলনে অংশ নেন ছাত্র আন্দোলনের শাহানুর ইসলাম সায়েম, তৌহিদুর রহমান, মোর্শেদ জিতু, মনিবুল ইসলাম ও আরাফাত তালুকদার।
এছাড়া এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী তান্না ইসলাম ও সদস্য রাশেদ ইসলামও উপস্থিত ছিলেন।

শাহরিয়ার শাকির/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর