Logo

সারাদেশ

পথসভায় হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:৫৬

পথসভায় হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগ ও ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন এনসিপি নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় শহরের চৌড়হাস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মজমপুর রেলগেটে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ‘নগ্ন হামলার’ তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘গোপালগঞ্জ বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন অঞ্চল নয়। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে সারা বাংলায় ব্লকেড কর্মসূচি দেওয়া হবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির ভেড়ামারা উপজেলার প্রধান সমন্বয়কারী শোভন আহমেদ, মিরপুর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. বুলবাল আহমেদ, যুগ্ম সমন্বয়কারী একরামুল হোসেন, কুমারখালীর প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী আলী খান, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল আহমেদ, খোকসার প্রধান সমন্বয়কারী সাজ্জাত হোসেন, কুষ্টিয়া জেলার সমর্থক আলমাস হাসান মামুন, সাজেদুর রহমান বিপুল ও জান্নাতুল ফেরদাউস টনিসহ আরও অনেকে।

আকরামুজ্জামান আরিফ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর