-687859608ea15.jpg)
বগুড়ার সদর উপজেলায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হরিগাড়ি ইসলামপুর গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় দুই নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- লাইলী বেগম (৭০) ও হাবিবা বেগম (২২)। আহত ১৮ বছর বয়সী তরুণীর নাম বন্যা। তিনি একই গ্রামের বাসিন্দা বুলবুল হোসেনের মেয়ে। পারিবারিকভাবে নিহত ও আহত তিনজনের মধ্যে সম্পর্ক রয়েছে- লাইলী বেগম বন্যার দাদী, হাবিবা তার ভাবি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বন্যাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলা হচ্ছে। পারিবারিক বিরোধ কিংবা পূর্বশত্রুতার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে।
জুয়েল হাসান/এমবি