-68785cfbee3ad.jpg)
সংবাদ সম্মেলনে কথা বলছেন নাহিদ ইসলাম | ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় গিয়েছিলাম। সেখানে আমাদের সমাবেশ সফল হয়েছে। কিন্তু মাদারীপুরের উদ্দেশে রওনা দেওয়ার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এমনকি নিরাপত্তা বাহিনীর ওপরও হামলা করা হয়।
নাহিদ বলেন, ৫ আগস্টের পর গোপালগঞ্জ একটি ফ্যাসিস্ট আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। যারা সারাদেশে মামলা ও গ্রেপ্তারের শিকার, তারা এখন সেখানে আশ্রয় নিয়েছে। তারা মনে করে, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কেউ কোনো কর্মসূচি দিতে পারবে না—এই ধোঁয়াশা আজ আমরা ভেঙে দিয়েছি।
এনসিপিপ্রধান বলেন, আমরা মাদারীপুর-শরীয়তপুরের কর্মসূচি আপাতত স্থগিত করেছি। তবে এনসিপির পথচলা থামবে না। আগামীকাল আমরা ফরিদপুরে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের আন্দোলন চলবে। আজকের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন হবে।
আওয়ামী লীগকে ‘মুজিববাদী সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়ে তিনি আরও বলেন, তারা এখন আর রাজনৈতিক দল নয়, বরং একটি জঙ্গি সংগঠনে রূপান্তরিত হয়েছে। আজকের হামলা তাদের আসল রূপ উন্মোচন করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসানাত আবদুল্লাহ, সারজিস আলম, হান্নান মাসুদ এবং খুলনার নেতৃবৃন্দ।
- তরিকুল ইসলাম/এটিআর