
কুমিল্লার নাঙ্গলকোটে একটি খাল থেকে নাসরিন আক্তার (২৫) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পৌর সদরের স্টিল ব্রিজ সংলগ্ন গাগৈর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাসরিন আক্তার উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের দিনমজুর সোলেমানের মেয়ে।
স্থানীয়রা জানান, নাসরিন মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রায়ই নাঙ্গলকোট বাজার এলাকায় একা ঘোরাঘুরি করতেন নাসরিন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কবে তিনি বাড়ি থেকে বের হন এবং কীভাবে মারা যান, সে বিষয়ে তারা কিছুই জানেন না।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, নাসরিন মৃগী রোগী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি