-68787a5cdd0ad.jpg)
পটুয়াখালীর বাউফল উপজেলায় জাল টাকাসহ পলাশ হাওলাদার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পলাশ হাওলাদার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নূরুল হক হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ খান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এ সময় পলাশের কাছ থেকে এক হাজার টাকার ৩৯টি জাল নোট উদ্ধার করা হয়।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরিফুল ইসলাম সাগর/এমবি