Logo

সারাদেশ

খাগড়াছড়িতে অপহৃত মাদরাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:৪০

খাগড়াছড়িতে অপহৃত মাদরাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

খাগড়াছড়িতে অপহৃত মাদরাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার। ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অপহরণের ১২ দিন পর মো. সোহেল (১৪) নামে এক মাদরাসা ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। 

বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার বাটনাতলী ইউনিয়নের দুর্গম বুদংপাড়া এলাকার একটি ছড়া (ঝিরি) থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল মানিকছড়ি উপজেলার ছদুরখীল এলাকার রাবেয়া আক্তার ও আবদুল জলিলের একমাত্র ছেলে। তিনি স্থানীয় শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের পর স্থানীয় কৃষক অংগ্যজাই মারমা জমিতে কাজ করতে গিয়ে পাশের ছড়ায় একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে মানিকছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এর আগে গত ৪ জুলাই রাতে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় মো. সোহেল। পরদিন অজ্ঞাত ব্যক্তিরা তার নানার মোবাইল নম্বরে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ছদুরখীল গ্রামের আবদুর রহিম বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। যেখানে ৫ জনকে অভিযুক্ত করা হয়।

জানা গেছে, ঘটনার পর যৌথবাহিনী অভিযান চালিয়ে অপহরণে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন- কসমকার্বারি পাড়ার সম্বু কুমার ত্রিপুরা (৩৬), গোরখানা এলাকার মো. মাঈন উদ্দিন (২১) ও মো. ইয়াছিন মিয়া (২৮)। জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও সোহেলের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। তদন্ত চলছে।

ছোটন বিশ্বাস/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর