-68788bc371867.jpg)
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নলকূপের পাইপ দিয়ে ‘গ্যাস’ বের হচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা।
বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের কাকুরাইল গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের বাড়িতে shallow নলকূপ বসাতে গিয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।
স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই দিন বেলা আড়াইটার দিকে মজিদের বাড়ির পাশে অগভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল। এ সময় প্রায় আড়াই শ ফুট গভীরে পৌঁছালে পানি না উঠে হঠাৎ পাইপ দিয়ে গ্যাসের মতো কিছু নির্গত হতে দেখা যায়। পরে শ্রমিকেরা খননকাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার বলেন, ঘটনাটি জানার পর আমি সেখানে যাই। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই।
খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। তিনি বলেন, ঘটনাস্থলটি আপাতত সংরক্ষণ করতে বলা হয়েছে। বিষয়টি অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
স্থানীয়দের দাবি, এর আগেও ওই এলাকায় নলকূপ বসাতে গিয়ে একাধিকবার গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অনুসন্ধান হয়নি।
উল্লেখ্য, দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির সম্ভাবনা নিয়ে আগে থেকেই আলোচনা আছে। তবে এসব গ্যাস প্রাকৃতিক গ্যাস কি না, তা নিশ্চিত হতে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
- রেজাউল হক ডালিম/এটিআর