Logo

সারাদেশ

জুলাই শহীদ দিবস পালন করল এনআইবি

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:৫৪

জুলাই শহীদ দিবস পালন করল এনআইবি

‘জুলাই শহীদ দিবস ২০২৫’ পালন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)। ছবি : বাংলাদেশের খবর

শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ পালন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)।

বুধবার (১৬ জুলাই) ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে সরকার ঘোষিত দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর সকালে এনআইবি প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ। তার সঙ্গে কর্মকর্তা, গবেষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় অডিটোরিয়ামে প্রদর্শিত হয় ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। এতে শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনের অন্তরালের ঘটনা তুলে ধরা হয়।

পরে বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘জুলাই শহীদদের চেতনা ও সমকালীন প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা।

এ সময় বক্তৃতাকালে এনআইবি মহাপরিচালক বলেন, জুলাই শহীদ দিবস কেবল স্মরণের দিন নয়, এটি একটি নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে এনআইবি বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে জাতীয় উন্নয়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

এরপর দুপুরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৩০ মিনিটে ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এতে কর্মকর্তা, গবেষক, কর্মচারী ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন।

এনআইবি কর্তৃপক্ষ জানায়, এসব আয়োজনের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করা। তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা।

আরিফুল ইসলাম সাব্বির/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর