Logo

সারাদেশ

এনসিপির ওপর হামলা নিয়ে ব্যঙ্গ

আন্দোলনের মুখে দিনাজপুরে এএসপি প্রত্যাহার

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯

আন্দোলনের মুখে দিনাজপুরে এএসপি প্রত্যাহার

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় আন্দোলনের মুখে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

তবে শুধু প্রত্যাহার নয়, তাকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

তারা অভিযোগ করেন, এএসপি মোশফেকুর রহমানের ফেসবুক আইডি থেকে ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি’—এমন ভাষায় একটি কটাক্ষপূর্ণ পোস্ট দেওয়া হয়। যা গোপালগঞ্জে ‘জুলাই বিপ্লবীদের’ ওপর হামলার ঘটনাকে উপহাস করে লেখা।

ওই পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই প্রতিবাদে ফেটে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা জানান, মোশফেকুর রহমান আগে থেকেই তাদের আন্দোলনে বাধা দিয়ে আসছিলেন।

সংগঠনের জেলা আহ্বায়ক একরামুল হক আবির বলেন, এক বছর আগে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন মোশফেকুর রহমান। এবার গোপালগঞ্জে বিপ্লবীদের ওপর হামলা নিয়ে ট্রল করে ব্যঙ্গ করেছেন। আমরা শুধু প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার দাবি করছি।

বিক্ষোভ চলাকালে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন আন্দোলনকারীদের জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এএসপি মোশফেকুর রহমানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, তারা রাজপথ ছাড়বেন না যতক্ষণ না মোশফেকুর রহমানকে আইনের আওতায় আনা হচ্ছে।

এ ঘটনার জেরে দিনাজপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দায়িত্বশীল পদে থাকা একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন ব্যঙ্গাত্মক মন্তব্য কীভাবে আসতে পারে। তারা মনে করছেন, এ ধরনের আচরণ আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে।

রহমত আল আকাশ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর