Logo

সারাদেশ

গোপালগঞ্জ কারাগারে নিরাপত্তা জোরদার

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:৫৭

গোপালগঞ্জ কারাগারে নিরাপত্তা জোরদার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় জেলা কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীদের সমন্বয়ে গঠিত হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জেলা কারাগার পরিদর্শনে এসে এ তথ্য জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর।

তিনি বলেন, গতকালের হামলার পর আর যেন কোনো ধরনের ঝামেলা না হয়, সে জন্য নিরাপত্তা বহুগুণে বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। নতুন করে কোনো হামলার আশঙ্কা নেই।

এর আগে, বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। দলটির অভিযোগ, সমাবেশ শুরুর আগে থেকেই আওয়ামী লীগের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে তাদের মঞ্চে হামলা চালিয়ে চেয়ার ও ব্যানার ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় পুলিশের একাংশ ঘটনাস্থল থেকে সরে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

সমাবেশ শেষে ফেরার পথে শহরের চৌরঙ্গী এলাকায় ফের সংঘর্ষ বাধে। এ সময় গুলিতে অন্তত চারজন নিহত হন এবং ১০ জন গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হুদা।

নিহতরা হলেন, দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮), ইমন তালুকদার (২৮) ও সোহেল রানা (৩৫)। তাদের লাশ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। গুলিবিদ্ধ ১০ জনের অস্ত্রোপচার চলছে।

এ ঘটনায় রাতে জেলাজুড়ে কারফিউ জারি করে প্রশাসন। ইতোমধ্যে যৌথ বাহিনীর অভিযানে শহরটি থেকে ১৪ জনকে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, বুধবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। তাদের সদর থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

  • এনএমএম/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর