Logo

সারাদেশ

ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৪:৪৬

ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ। ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিব্বিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ওসি শিব্বিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা বাইপাস এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দিলে গাড়িটি তা উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ পিছু নিলে শিকারীকান্দা এলাকায় অপরাধীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ৩০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি জানান, ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদক চোরাচালানে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নাজমুস সাকিব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর