আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বান্দরবানে যুবদলের বিক্ষোভ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৭:৫৯
-6878e5877bae6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বিনষ্ট এবং পরিকল্পিতভাবে মব সৃষ্টির অভিযোগে বান্দরবানে বিক্ষোভ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বান্দরবান শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার-প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। মিছিলে প্রায় ৫০০ নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। কিছু গুপ্ত সংগঠন পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।’
তারা অভিযোগ করেন, ‘গণতন্ত্র ও শৃঙ্খলা ধ্বংস করতে ৭১-এর পরাজিত শক্তি জিয়া পরিবার এবং তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। শিক্ষা ও যুব সমাজকে বিপথে ঠেলে দিতে ষড়যন্ত্র চলছে। শিক্ষার পরিবেশ ধ্বংস করে সারাদেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।’
বক্তারা বলেন, বান্দরবান জেলা যুবদলসহ দেশের সব জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ইউনিট এসব ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে।
সমাবেশে আরও বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে যারা ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাইছেন, তাদের ছাড় দেওয়া হবে না।
সমাবেশে বক্তব্য দেন বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব, যুগ্ম সম্পাদক মো. ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ বিন ওমরসহ জেলা ও উপজেলা যুবদল এবং বিএনপির নেতারা।
সোহেল কান্তি নাথ/এআরএস