গোপালগঞ্জে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৮:০২
-6878e670d0d36.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর ‘ছাত্রলীগের সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা আমির আহসান হাবীব মাসুদের নেতৃত্বে একটি মিছিল পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়ে নিরালা মোড়, শহীদ মিনার, ভিক্টোরিয়া রোড হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।
সভাপতির বক্তব্যে জেলা আমির আহসান হাবীব মাসুদ বলেন, ‘ফ্যাসিবাদের প্রেতাত্মারা আবারও গোপালগঞ্জ থেকে মাথাচাড়া দিয়ে ওঠার ষড়যন্ত্র করছে। এনসিপির কর্মসূচিতে হামলা ও অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সহকর্মীদের বিভেদ ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। ভারতের আধিপত্যবাদ ও গোলামির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে।’
বক্তারা গোপালগঞ্জের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা অভিযোগ করেন, ঘটনার শুরুতে প্রশাসনের ভূমিকা ছিল দুর্বল; তবে পরবর্তীতে প্রশাসন ও সেনাবাহিনীর ‘কার্যকর ভূমিকার’ জন্য তাদের ধন্যবাদ জানান জেলা আমির।
আহসান হাবীব মাসুদ ১৯ জুলাই ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিয়ে ‘ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার’ আহ্বান জানান।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ো’ এবং ‘দিল্লির গোলামির বিরুদ্ধে রুখে দাঁড়াও’—এমন স্লোগান দেন।
রেজাউল করিম
টাঙ্গাইল