Logo

সারাদেশ

বান্দরবানে বিএনপি অফিস ভাঙচুর, আ.লীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৮:৪০

বান্দরবানে বিএনপি অফিস ভাঙচুর, আ.লীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

বান্দরবানে গভীর রাতে বিএনপি অফিসে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) শহরের শেরেবাংলা নগর এলাকার বাসিন্দা আবুল কালাম বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ১৪ জুলাই রোববার গভীর রাতে জেলা শহরের আর্মি পাড়া এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা দরজা, টেবিল-চেয়ার, অফিস সাইনবোর্ড এবং বিএনপির শীর্ষ নেতাদের ছবি ভাঙচুর করে ও ছবি মেঝেতে ফেলে রেখে যায়।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ওই অফিসটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দখলের চেষ্টা করছিলেন। পরিকল্পিতভাবে ওই হামলা চালিয়ে অফিসটি দখলের চেষ্টা করা হয়েছে।

মামলায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছেন—জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ধর্মবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, কল্যাণ ট্রাস্টের আনিছুর রহমান সুজন, সাবেক যুবলীগ নেতা শিবু চৌধুরী, যুবলীগের সাবেক সভাপতি জামাল চৌধুরী এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিমল কান্তি দাশসহ আরও অনেকে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি মাসুম পারভেজ বলেন, ‘বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সোহেল কান্তি নাথ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর