খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৮:৫৭
-6878f33958023.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অন্তর্বর্তীকালীন সরকারের ‘নিষ্ক্রিয়তার’ প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে খাগড়াছড়ি মহিলা কলেজ চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুল আলম সবুজ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।
এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু ও আব্দুর রব রাজা।
জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালুর নেতৃত্বে বিভিন্ন উপজেলা থেকে যুবদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
বক্তারা বলেন, ‘দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের রুখতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’
ছোটন বিশ্বাস/এআরএস