Logo

সারাদেশ

ফেনী সীমান্তে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৯:০৫

ফেনী সীমান্তে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল, গাঁজা, সিগারেট, ব্লেড ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল এই অভিযান চালায়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৩৬ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা। মালামাল স্থানীয় থানা, কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।”

এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর