Logo

সারাদেশ

বৃষ্টিতে জলাবদ্ধ শেরপুর, রাস্তায় মাছ ধরছেন স্থানীয়রা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৯:০৯

বৃষ্টিতে জলাবদ্ধ শেরপুর, রাস্তায় মাছ ধরছেন স্থানীয়রা

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুর উপজেলায় টানা চার ঘণ্টার ভারী বৃষ্টিতে রাস্তাঘাট, নিচু এলাকা ও পুকুরপাড় পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টির পর বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

বিশেষ করে মির্জাপুর, খানপুর, শাহবন্দেগী, সুঘাট ইউনিয়ন ও পৌরসভার নিচু এলাকায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতায় পরিস্থিতি আরও জটিল হয়। ঢাকা-বগুড়া মহাসড়কসহ স্থানীয় অনেক রাস্তায় হাঁটুপানি জমে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বৃষ্টির পানিতে পুকুর ডুবে যাওয়ায় রাস্তায় উঠে আসে মাছ। অনেকে জাল ও কাপড় দিয়ে মাছ ধরতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, রান্নাবান্না থেকে শুরু করে গবাদিপশু রাখার ক্ষেত্রেও চরম সমস্যা তৈরি হয়েছে। বাড়ির ভেতর পানি ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে আসবাবপত্র ও খাবার। অনেকে মেশিন বসিয়ে পানি বের করছেন।

শিক্ষার্থীরা পানিতে ভিজে বাড়ি ফিরছে বলে জানান একাধিক অভিভাবক। খানপুর ইউনিয়ন পরিষদে যাওয়ার রাস্তা ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলেও জানান এলাকাবাসী।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভেঙে যাওয়া রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং পানি নিষ্কাশনের জন্য কাজ শুরু হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ ঝড় ও বৃষ্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর