তারেক রহমানের ৩১ দফা নিয়ে ধামরাইয়ে যুবদল নেতার জনসংযোগ

সাভার প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৯:৫৪
-687900b007c4c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচারে ঢাকা জেলার ধামরাইয়ে জনসংযোগ করেছেন যুবদলের জেলা সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার কালামপুর এলাকায় লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম চালান তিনি। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে সংবাদমাধ্যমকে মুরাদ বলেন, ‘ধামরাইয়ের মানুষের সঙ্গে থেকে আমি বিগত দিনের আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। আগামী দিনে ধানের শীষের বিজয়ে যা করণীয়, তা করে যাব। আমি দলের আদর্শে বিশ্বাস করি এবং মৃত্যু পর্যন্ত দলের হয়ে ভূমিকা রাখতে চাই।’
কর্মসূচিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
আরিফুল ইসলাম সাব্বির/এআরএস