Logo

সারাদেশ

কুমিল্লায় অটোরিকশায় পাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন চালক

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২০:০০

কুমিল্লায় অটোরিকশায় পাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন চালক

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লায় অটোরিকশায় পাওয়া ১৫ লাখ টাকা মালিককে খুঁজে ফিরিয়ে দিয়েছেন চালক অনিক। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে নগরীর বজ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে। অনিক নগরীর চৌধুরী পাড়ার বাসিন্দা। তার বাবা-ও একজন অটোরিকশা চালক।

স্থানীয়রা জানান, সকালে অনিকের অটোরিকশায় ওঠেন শঞরের মরণ নামের এক ব্যক্তি। তিনি তার মেয়েকে একটি স্কুলে নামিয়ে দেন। কিছুক্ষণ পর তিনি টাকার ব্যাগটি রিকশায় ফেলে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে ফিরে এসে দেখেন রিকশাটি চলে গেছে।

অন্যদিকে অনিক রাজগঞ্জ এলাকায় গিয়ে গাড়ির সিটে একটি নীল পলিথিন ব্যাগ দেখতে পান। সেটি খুলে দেখতে পান এর মধ্যে কালো ব্যাগে মোড়ানো রয়েছে ১৫ লাখ টাকা। বিষয়টি বুঝে তিনি প্রথমে তার বাবাকে ফোন করেন। পরে এক সহকর্মী রিকশাচালকের পরামর্শে এবং বাবার কথায় টাকার মালিককে খুঁজে বের করেন অনিক।

ঘটনার কিছুক্ষণ পর তিনি আবার স্কুলের সামনে গিয়ে কয়েকবার খোঁজ নিয়ে মরণকে খুঁজে পান এবং টাকা ফেরত দেন।

অনিক বলেন, ‘অন্যের টাকা নিয়ে বাঁচতে চাই না। টাকা দেখে প্রথমেই বাবাকে কল দিই, তিনিই বলেন ফেরত দিতে।’

টাকার মালিক মরণ কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী। তিনি বলেন, ‘ভুল করে টাকার ব্যাগটি ফেলে এসেছিলাম। ফিরে এসে না পেয়ে দারুণ দুশ্চিন্তায় পড়ে যাই। পরে অনিক আমাকে খুঁজে বের করে টাকা ফিরিয়ে দেয়। এমন সততা আজকাল বিরল। তার জন্য অনেক দোয়া রইল।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর