নাহিদ
মুজিববাদীদের কালো হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে হবে

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২০:০৭
-(65)-687903b5222f7.jpg)
রাজবাড়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন নাহিদ ইসলাম। ছবি : বাংলাদেশের খবর
মুজিববাদীদের কালো হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় শহরের এক নম্বর রেলগেট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, গুম-খুন সবকিছু করেছে মুজিববাদী আদর্শের মাধ্যমে। মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে দিল্লীর হাতে তুলে দিয়ে তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দলই নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। তার থেকেও বড় বিষয় এটি একটি ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু সাময়িকভাবে নিষিদ্ধ করেই আমরা আওয়ামী লীগের মোকাবিলা করতে পারব না। আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে মোকাবিলা করতে হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল বক্তব্য দেন।
এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ জেলা-উপজেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, বিকেল ৫ টা ৫ মিনিটে রাজবাড়ী শহরের বড়পুল থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে দলটির হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন।
পদযাত্রাটি শহরের এক নম্বর রেলগেট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়ে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
- কাজী আব্দুল কুদ্দুস/এমআই