নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ডক্টরস ফোরামের দোয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২০:১৪
-6879053a58d02.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পতিত স্বৈরাচারবিরোধী জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরামের জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মুনাজাতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের সভাপতি ডা. আলী আশরাফ খান।
উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট ডা. মিনারা সিকদার, ডা. আবুল বাশার, ডা. জহিরুল কাদির, ডা. বায়েজ উদ্দিন, ডা. আতিকুল বারী, ডা. রাশেদুজ্জামান খান, ডা. ওয়াহিদা রহমান ও ফার্মাসিস্ট আবদুল সাত্তার প্রমুখ।
ডা. আলী আশরাফ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আমাদের তরুণরা শহীদ হয়ে জাতিকে নতুন পথ দেখিয়েছে। তাদের আত্মত্যাগ আমাদের বিবেককে জাগ্রত করেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।’
এআরএস