Logo

সারাদেশ

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২০:২৩

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ‘জামায়াত-এনসিপি ও আওয়ামী দোসরদের বিরুদ্ধে’ বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘জামায়াত, শিবির, এনসিপি ও আওয়ামী দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। একটি ব্যবসায়িক মহলের আন্তঃকোন্দলকে পুঁজি করে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে সমস্ত কটূক্তিমূলক মন্তব্য করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এসময় তিনি চোরমোনাই পীরের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, ‘হাসিনা গেছে যে পথে, চোরমোনাই পীরও যাবে সেই পথে। এই লোকটি ও তাঁর দলবল এখন বিএনপিকে সহ্য করতে পারছে না। কিন্তু আওয়ামী লীগকে ঠিকই সহ্য করেছেন।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রিপন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, অপর সাবেক যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী সিকদার, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া হাসিব, পৌর বিএনপির যুগ্ম .আহ্বায়ক ইস্রাফিল মোল্যা, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন উদ্দৌলা ও জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ প্রমুখ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর