সারাদেশে যুবদলের বিক্ষোভ
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় সরকারকে নিতে হবে’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২১:২৫
-687915f360818.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচার ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে সারাদেশে একযোগে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর, মুন্সীগঞ্জ, জামালপুর, জয়পুরহাট, ভোলা, ঠাকুরগাঁও ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় যুবদলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
গাজীপুর : সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাজবাড়ী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান রেজা। মিছিলে যুবদল নেতারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
মুন্সীগঞ্জ : বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মুন্সীগঞ্জ জেলা যুবদল। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে লিচুতলা এলাকায় শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক মজিবর রহমান দেওয়ান ও সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা। নেতারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় যুবদল রাজপথে ছিল, আছে এবং থাকবে।
জামালপুর : তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার, আইনশৃঙ্খলার অবনতি ও ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জামালপুর জেলা যুবদল বিক্ষোভ মিছিল করেছে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন এবং জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব।
জয়পুরহাট : সারাদেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগে সকালে জয়পুরহাট জেলা যুবদল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।
বাজলা স্কুল থেকে মিছিলটি শুরু হয়ে শহরের জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা প্রশাসনের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেন।
ভোলা : তারেক রহমানকে ঘিরে অপপ্রচার এবং আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে সকালে ভোলা জেলা যুবদলের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘ সস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হলে জনগণ রাজপথে জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন।’
ঠাকুরগাঁও : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। নেতারা বলেন, বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে, যা জনগণ রুখে দেবে।
ঝিনাইদহ : ঝিনাইদহে সকালে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উজির আলী স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়ে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্র চলছে, যা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ফেনী : তারেক রহমানকে নিয়ে কটুক্তি এবং সরকারের নির্লিপ্ততায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহীদ মিনার হয়ে পৌর চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার।
এআরএস