Logo

সারাদেশ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জামায়াত-শিবিরের বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২১:৪৫

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জামায়াত-শিবিরের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে ‘জুলাই অভ্যুত্থানের’ নেতাদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন জেলা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বরিশাল, ফেনী, সুনামগঞ্জ, ঝিনাইদহসহ একাধিক জেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা এ হামলাকে ‘প্রশাসনের নির্লিপ্ততায় সংঘটিত পরিকল্পিত ফ্যাসিবাদী আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করে দ্রুত বিচার দাবি করেছেন। একইসঙ্গে তারা নির্বাচনের আগে ভোটাধিকার নিশ্চিত না হলে রাজপথেই প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশের খবর’র জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

বরিশাল : বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে নগরীর টাউন হল চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

বক্তারা বলেন, আওয়ামী লীগ এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি সদর রোড হয়ে আবার টাউন হল এলাকায় গিয়ে শেষ হয়।

ফেনী : একই দাবিতে ফেনীতে বৃহৎ বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বাদ আছর ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, ছাত্রলীগের বর্বর হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য পরিকল্পিত। এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন নেতারা।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌর ও সদর জামায়াতের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বক্তব্য দেন জামায়াতের জেলা আমির ও সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খাঁন, ছাত্রশিবির জেলা সভাপতি মেহেদী হাসান তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, এনসিপির পূর্ব নির্ধারিত প্রোগ্রামে ছাত্রলীগ হামলা চালিয়ে প্রমাণ করেছে আওয়ামী লীগ সহিংস রাজনীতিতে বিশ্বাস করে। আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, গুম-খুনের বিচার এবং রাজনৈতিক দমন-পীড়নের অবসানের দাবিও জানান তারা।

ঝিনাইদহ : সারাদেশে ফ্যাসিবাদী হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রশিবির। বৃহস্পতিবার বিকেলে শহরের বাইপাস মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল আল মামুনের নেতৃত্বে মিছিলে বক্তব্য রাখেন শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এক বছরেও জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। নির্যাতিতদের পুনর্বাসন এবং হত্যার বিচার না হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে। যারা এসব দমন-পীড়নে সহযোগী ভূমিকা রাখছে, তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর