গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছড়িতে প্রতীকী ম্যারাথন

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১০:৩৪
-6879cec9e7078.jpg)
ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় জেলা প্রশাসনের আয়োজনে এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হয় জেলা স্টেডিয়ামে। পাঁচ কিলোমিটার দীর্ঘ এই প্রতীকী দৌড়ে অংশ নেন তিন শতাধিক প্রতিযোগী।
এদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন শিক্ষার্থী মাইকেল ত্রিপুরা। দ্বিতীয় হয়েছেন সৌমেশ ত্রিপুরা এবং তৃতীয় স্থান লাভ করেছেন মো. পারভেজ। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সকলকেই সান্ত্বনা পুরস্কার হিসেবে মেডেল প্রদান করা হয়।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা। আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
- ছোটন বিশ্বাস/এটিআর