Logo

সারাদেশ

গণঅভ্যুত্থান দিবস ‍উপলক্ষে জয়পুরহাটে প্রতীকী ম্যারাথন

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১০:৪৫

গণঅভ্যুত্থান দিবস ‍উপলক্ষে জয়পুরহাটে প্রতীকী ম্যারাথন

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে ৫ কিলোমিটার দীর্ঘ প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ম্যারাথনটি যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে শুরু হয়ে হিচমী বাজার, কমরগ্রাম, বানিয়াপাড়া হয়ে বটতলী বাজার গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব আফরোজা আক্তার চৌধুরী। তিনি বলেন, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়। তরুণ প্রজন্মের মধ্যে এই ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • মাহফুজ/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর