Logo

সারাদেশ

সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৬:০৪

সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের চারবারের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার (৯৫) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক।

আবদুল মান্নান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এছাড়া তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি স.ম আফসার আলী ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুলও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুম আব্দুল মান্নান তালুকদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুপিল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাশিদুল হাসান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর