জামালপুরে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৬:২২

জামালপুরে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া আফরিন গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
জামালপুর জেলা যুব মহিলা লীগের নেত্রী তানিয়া আফরিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তানিয়া আফরিন জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
ওসি নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাথালিয়া এলাকায় নিজ বাসা থেকে তানিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, তানিয়া একজন প্রভাবশালী নেত্রী। তাকে গ্রেপ্তারের পর জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করে সদর থানা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
মেহেদী হাসান/এমবি