
জুলাই শহীদদের স্মরণে ভোলায় প্রতীকী ম্যারাথন। ছবি : বাংলাদেশের খবর
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ভোলায় প্রতীকী মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের চৌমুহনী এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয় ৩ কিলোমিটার দীর্ঘ এ প্রতিযোগিতা।
প্রতীকী মিনি ম্যারাথনের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। রেজিস্ট্রেশনের পর সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হয়। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক।
এ আয়োজনে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেন। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেস আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফ চৌধুরী, শহীদ হাসানের বাবা মো. মনির, ভোলা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক মো. রাকিব ও যুগ্ম আহ্বায়ক মো. ইয়াছিন প্রমুখ।
আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, ২০২৪ সালের ১৮ জুলাই অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে বুকে ধারণ করেই এ আয়োজন করা হয়েছে। তারা বলেন, জুলাই আন্দোলন শুধু অতীত নয়, এটি আমাদের ভবিষ্যতের পথচলায় প্রেরণার উৎস হয়ে থাকবে।
এমবি