Logo

সারাদেশ

শ্রীপুরে ২ বাসের পাল্লা, সড়কের বিভাজকে উঠে গেল মিনিবাস

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৮:৫৮

শ্রীপুরে ২ বাসের পাল্লা, সড়কের বিভাজকে উঠে গেল মিনিবাস

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী দুটি বাস মহাসড়কে পাল্লা দিয়ে চলতে গিয়ে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুজন যাত্রী আহত হন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সি অ্যান্ড বি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের কানন মিয়া। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তারা দুজন একই অটোরিকশায় যাত্রী ছিলেন। তবে বাস দুটির যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটির সময় মামুন পরিবহনের একটি দুরপাল্লার বাস ও তাকওয়া পরিবহনের একটি হাইওয়ে মিনিবাস পাশাপাশি পাল্লা দিয়ে চলছিল। পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও মামুন পরিবহনের বাসটি তাকওয়া বাসকে চাপা দিয়ে ওভারটেক করতে গেলে হঠাৎ তাকওয়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের বিভাজকে উঠে যায়। 

এ সময় অল্পের জন্য পেছনের দুটি মাইক্রোবাস দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে সড়কের পাশে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ধারণ করেন শরিফুল ইসলাম নামের এক যুবক। তিনি মহাসড়কে অপেক্ষারত অবস্থায় এ দৃশ্য দেখতে পান। শরিফুল বলেন, বাস দুটি ওভারটেক করতে গিয়ে বিপজ্জনকভাবে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছিল। তখনই তিনি স্মার্টফোনে ভিডিও করেন। এ সময় মুহূর্তেই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকের ওপর উঠে যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, বিষয়টি এখনও আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সোহেল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর