Logo

সারাদেশ

চুয়াডাঙ্গা সীমান্তে মোটরসাইকেলসহ স্বর্ণের বার জব্দ

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৯:৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে মোটরসাইকেলসহ স্বর্ণের বার জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে মোটরসাইকেলসহ স্বর্ণের বার জব্দ। ছবি : বাংলাদেশের খবর

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে একটি মোটরসাইকেলসহ দুটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মেদিনীপুর বিওপির একটি টহল দল এ অভিযান চালায়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, জীবননগর উপজেলার গয়েশপুর কাদাবাগান এলাকায় টহল চলাকালে একটি মোটরসাইকেলকে থামতে সংকেত দিলে চালক সেটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে ২৩২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। মোটরসাইকেলসহ জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ৩২ লাখ ৮৬ হাজার ৭০৮ টাকা।

বিজিবি জানায়, জব্দ করা স্বর্ণ আইনানুগ প্রক্রিয়ায় চুয়াডাঙ্গা জেলা কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

ফেরদৌস ওয়াহিদ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর