কুলাউড়া সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২১:৫৪

কুলাউড়া সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৮ জুলাই) ভোরে শরীফপুর সীমান্তের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সীমান্ত এলাকার সঞ্জবপুর গ্রামের লোকজন জানান, শুক্রবার ভোর ৪টার দিকে শরীফপুর সীমান্তে হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে সাইদুর রহমান (২৬), আনু মিয়ার ছেলে সোহাগ (২৮) ও সিপারকে (২২) বিএসএফ ধরে নিয়ে যায়। কেন ধরে নিয়ে গেছে এবং তাদের ভাগ্যে কী ঘটেছে—তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ফিরোজ জানান, শরীফপুর সীমান্তে ৩ যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্য পেয়েছি। স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের ধরে নেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, শরীফপুর সীমান্ত এলাকা থেকে ৩ বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়েছে- এমন তথ্য আমরা পেয়েছি।
জিয়াউল হক/এমবি