খাগড়াছড়িতে শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৩:০৭
-687b443ee5460.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদদের স্মৃতিস্তম্ভের পাশে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচিতে শহীদ মজিদ হোসেনের পরিবার ও আহত ছাত্ররাও অংশ নেন।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে খাগড়াছড়ির শহীদ সাহসী সন্তান মজিদ হোসেনের আত্মত্যাগ এবং আহতদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।
ছোটন বিশ্বাস/এআরএস