রুমিন ফারহানা
আ.লীগের নাম-নিশানা নেই, সেই প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৩:১৯
-687b471f04dfe.jpg)
সরাইল উপজেলা সদরে মৌন মিছিলে নেতৃত্ব দেন রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এখন আওয়ামী লীগের নাম-নিশানা নেই। এই প্রেক্ষাপট বিএনপি নেতাকর্মীরাই তৈরি করেছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই আন্দোলন করেছি।’
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ হয়।
রুমিন ফারহানা বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে বিএনপির ৪০০ নেতাকর্মী খুন হয়েছেন। এরপরও আমাদের দমানো যায়নি। শেখ হাসিনাও পারেননি। গুম, হত্যা আর মামলা দিয়েও বিএনপিকে ঠেকানো যায়নি।’
তিনি আরও বলেন, ‘অনেক টালবাহানা করেছেন, আর নয়। আশা করছি, আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারসহ দলীয় নেতাকর্মীরা।
মো. রিমন খান/এআরএস