সখীপুরে বিএনপি নেতার মৃত্যু : পুলিশের দাবি মদপান, পরিবারের অভিযোগ নির্যাতন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৩:২৮
-687b49274001d.jpg)
মোস্তাফিজুর রহমান রুবেল। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে মোস্তাফিজুর রহমান রুবেল (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু নিয়ে পুলিশ ও পরিবারের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে।
পুলিশ বলছে, অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ, পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে রুবেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে তাকে আটক করে পুলিশ। পরে শুক্রবার সকাল ৬টার দিকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।
রুবেল সখীপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি বড়বাইদপাড়া, কাকড়াজান ইউনিয়নে হলেও তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।
সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে রুবেল মদ্যপ অবস্থায় পৌর এলাকায় একটি টেইলার্সে গিয়ে কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। থানায় আনার পর তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।
তবে রুবেলের মা রাহেলা পারভীন বলেন, ‘আমার ছেলে সুস্থ ছিল। পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’
রুবেলের মামা আবদুর রাজ্জাক তালুকদারও পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ করে বলেন, ‘রুবেলের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। তাকে হাসপাতালে নেওয়ার সময় বা মৃত্যুর আগে পরিবারকে কিছু জানানো হয়নি।’
ওসি বলেন, ‘রুবেল নিজেই দোকানের কাচের গ্লাসের সঙ্গে ধাক্কা খেয়ে আঘাত পান। আমরা তাকে বাঁচাতে দ্রুত হাসপাতালে পাঠাই এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি।’
মুহাম্মদুল্লাহ/এআরএস