Logo

সারাদেশ

বিএনপি নেতা জয়নাল

চাঁদাবাজি-সন্ত্রাসে জড়ালে গুলি করে দেব

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৩:৪৮

চাঁদাবাজি-সন্ত্রাসে জড়ালে গুলি করে দেব

সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন। ছবি : বাংলাদেশের খবর

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন বলেছেন, ‘বিএনপির নামে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসে জড়ালে আমি নিজেই তাকে গুলি করে দেব।’

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত মৌন মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি কেউ আমাদের নাম (বিএনপি) ব্যবহার করে চাঁদাবাজি বা সন্ত্রাস করতে যায়, তাহলে সর্বপ্রথম আমি তাদের গুলি করে দেব।

নির্বাচন প্রসঙ্গে জয়নাল আবেদিন বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসছে। আমাদের প্রস্তুত থাকতে হবে। জনগণের পাশে থেকে প্রমাণ করতে হবে আমরা কল্যাণে কাজ করি। ইনশাআল্লাহ নিরঙ্কুশ বিজয়ে বিএনপি সরকার গঠন করবে, যেখানে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আশা করি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। বিএনপি ক্ষমতায় এলে খুন-সন্ত্রাস নয়, বরং জনসেবায় নিয়োজিত থাকবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সদস্য জালাল উদ্দিন আহমেদ মজুমদার, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

এমরান পাটোয়ারী/এআরএস/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর