জিয়াউর রহমানকে অবমাননার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৪:০৫
-687b51ac13da1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘অবমাননা’ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘কটূক্তি’ ও দলটির বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোড়াই ইউনিয়ন বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গোড়াই ক্যাডেট কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে গোড়াই স্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ্ আলম।
এসময় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল, সহসভাপতি জুলহাস শেখ, শ্রমিক দলের সভাপতি হাবিব শেখ, শহীদ জিয়া স্মৃতি সংঘের সাবেক সভাপতি চঞ্চল মাহমুদসহ স্থানীয় নেতারা।
সমাবেশে মহিলা দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রাব্বি ইসলাম/এআরএস