Logo

সারাদেশ

রূপগঞ্জে ইয়াবা-অস্ত্রসহ গ্রেপ্তার ৩

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৪:০৯

রূপগঞ্জে ইয়াবা-অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ একটি মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তারাবো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে ১৩২৭ পিস ইয়াবা, তিনটি ট্যাবলেট ট্যাটো, তিনটি চাপাতি, একটি ছুরি ও একটি রামদা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন তারাবোর নবী হোসেনের ছেলে মো. নাজমুল হোসেন (২৭), নেহাল হোসেন (২৫) এবং মো. মনির হোসেনের ছেলে সিফাত মিয়া (২০)। তবে চক্রের মূল হোতা নবী হোসেন পালিয়ে যান।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক নবী হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

এন বি আকাশ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর