খাগড়াছড়িতে ধর্ষণ-হত্যার প্রতিবাদে সম-অধিকার আন্দোলনের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৪:৫২
-687b5ccd5edd0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণ এবং মানিকছড়ির মাদ্রাসাছাত্র মো. সোহেলকে অপহরণ ও হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখা।
শনিবার (১৯ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মোশারফ হোসেন।
বক্তব্যে তিনি জানান, গত ২৭ জুন ভাইবোনছড়ায় এক কিশোরী ধর্ষণের ঘটনায় বিশেষ একটি গোষ্ঠী পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র করছে। পাশাপাশি মানিকছড়ির মাদ্রাসাছাত্র মো. সোহেলকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. কাইয়ুম, সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মো. জহির আহম্মদ এবং অশোক মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছোটন বিশ্বাস/এআরএস