জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৪:৫৯
-687b5e894f3ee.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় জেলা পরিষদ মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জাসাসের সভাপতি মিনারুল ইসলাম। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. এটিএম মিজানুর রহমান, পৌর বিএনপি সভাপতি আমিনুর রহমান বকুল ও জাসাসের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
বক্তারা বলেন, বিএনপিকে দমন করতে নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও অপমানজনক বক্তব্য ছড়ানো হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এসব ষড়যন্ত্র সফল হবে না।
মাহফুজ রহমান/এআরএস